Swami Atmasthananda Birth Centenary Memorial Programme | Invitation

সুধী ভক্তমন্ডলী,

রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের পঞ্চদশ অধ্যক্ষ পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী আত্মস্থানন্দজী মহারাজের জন্মশতবর্ষের পুণ্যক্ষণ আমরা ২০১৯ সালেই অতিক্রম করে এসেছি । কিন্তু বিশ্বব্যাপী মহামারীর সঙ্কটক্ষণে এই শুভক্ষণ উদযাপন করা আমাদের পক্ষে সম্ভব হয়নি। বর্তমান পরিস্থিতিতে সকলের সম্মিলিত হওয়া অনুকূল মনে করে আগামী ১০ই জুলাই ২০২২,  রবিবার , দক্ষিণ কলকাতায় “নজরুল মঞ্চে” রামকৃষ্ণ সঙ্ঘের বর্তমান প্রেসিডেন্ট পূজনীয় শ্রীমৎ স্বামী স্মরণানন্দজী মহারাজ অনুষ্ঠানের উদ্বোধন করবেন এবং বাংলা ও ইংরেজী ভাষায় স্মারক গ্রন্থ, শতবর্ষ স্মরণিকা, মহারাজের সচিত্র জীবনী গ্রন্থ এবং পূজনীয় মহারাজের সন্ন্যাস জীবনের উপর একটি তথ্যচিত্রের পেনড্রাইভ প্রকাশ করবেন।  

উক্ত অনুষ্ঠানে রামকৃষ্ণ সঙ্ঘের সাধারণ সম্পাদক শ্রীমৎ স্বামী সুবীরানন্দজী মহারাজ এবং রামকৃষ্ণ সঙ্ঘের অন্যান্য বরেণ্য সন্ন্যাসীদের গৌরবময় উপস্থিতিতে পূজ্যপাদ শ্রীমৎ স্বামী আত্মস্থানন্দজী মহারাজের জন্মশতবর্ষের সারাদিনব্যাপী অনুষ্ঠান উদযাপিত হবে।  

এই মহতী অনুষ্ঠানে স্বামী আত্মস্থানন্দ জন্মশতবর্ষ কমিটি আপনাদের সাদর আমন্ত্রণ জানায়।
               
ধন্যবাদান্তে
জয়ন্ত রায়
 সভাপতি
স্বামী আত্মস্থানন্দ জন্মশতবর্ষ কমিটি, কলকাতা

———————–

Dear Devotees,

Swami Atmasthananda Birth Centenary Committee cordially invites you to the Centenary Celebration programme of Most Revered Srimat Swami Atmasthanandaji Maharaj, the 15th President of the Ramakrishna Math and Ramakrishna Mission to be held at the Nazrul Mancha Auditorium in South Kolkata on Sunday 10th July 2022.

On this auspicious occasion, Most Revered Srimat Swami Smarananandaji Maharaj, the President of the Ramakrishna Math and Ramakrishna Mission will inaugurate the Memorial Programme & release two Commemorative Volumes in English and Bengali, a Pictorial Biography, a Commemorative Souvenir and a Documentary Film Pen-Drive based on the life and teachings of Most Revered Srimat Swami Atmasthanandaji Maharaj in the august presence of Revered Swami Suviranandaji Maharaj, the General Secretary, Ramakrishna Math and Ramakrishna Mission and other Revered Monks of the Ramakrishna Order who will grace the occasion.

We solicit your gracious presence to make the memorial programme a grand success.

 Thanking You,

Sri Jayanta Roy

President

Swami Atmasthananda Birth Centenary Committee

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *