: একটি বিজ্ঞপ্তি :
সুধী ভক্তমন্ডলী,
এতদ্বারা স্বামী আত্মস্থানন্দ জন্মশতবার্ষিকী কমিটির পক্ষ থেকে সকল নথিভুক্ত প্রতিনিধিদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে,
যে সকল ব্যক্তিগণ পূর্বে ১৫০০/- টাকার বিনিময়ে নাম লিখিয়েছিলেন এবং ১০ই জুলাই ২০২২, নজরুল মঞ্চে অনুপস্থিত থাকার জন্য প্রকাশিত স্মারক গ্রন্থগুলি সংগ্রহ করতে পারেননি তারা যেন উপযুক্ত প্রমাণ (আসল টাকার রসিদ) দেখিয়ে সংগ্রহ করেন নিম্নলিখিত ঠিকানা ও সময়ের মধ্যে । উক্ত গ্রন্থগুলি বিতরণের এরপরে আর কোনো দিন ধার্য হবে না ।
(সংগ্রহের শেষ তারিখ ১৬ ও ১৭ই সেপ্টেম্বর ২০২২)
বিনীত,
ডাঃ শ্যামাশিস দাস
সম্পাদক
স্বামী আত্মস্থানন্দ জন্মশতবার্ষিকী কমিটি
কলকাতা
তারিখ: ৭ই সেপ্টেম্বর, ২০২২
সংগ্রহ স্থান: রামকৃষ্ণ মঠ, যোগোদ্যান, কাঁকুড়গাছি
তারিখ: ৯, ১০, ১৬, ১৭ই সেপ্টেম্বর ২০২২ ( শনিবার ও রবিবার )
সময়: বিকাল ৪টা থেকে ৬টা
বিঃ দ্রঃ
সকলের অবগতির জন্য জানানো হচ্ছে যে কমিটির কাছে যারা ইতিপূর্বে গ্রন্থগুলি সংগ্রহ করেছেন সে সকল নথি আছে ।
আসল রসিদ ছাড়া কোনওভাবেই বই দেওয়া যাবে না ।
যারা কলকাতার বাইরে আছেন তারা আসল রসিদ ও শংসা পত্র সহ অন্য কাউকে পাঠাতে পারেন ।
যে সকল ভক্তবৃন্দ গ্রন্থ গুলি সংগ্রহ করতে ইচ্ছুক তারা ১৭ই সেপ্টেম্বর ২০২২ এর পর রামকৃষ্ণ মঠ, যোগোদ্যান, কাঁকুড়গাছি, রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার, গোলপার্ক, উদ্বোধন কার্যালয়, বাগবাজার, অদ্বৈত আশ্রম, কলকাতা এইসকল শাখাকেন্দ্র গুলির বই বিপণন কেন্দ্র থেকে কিনতে পারবেন । (বিশেষ ২৫% ছাড় পাওয়া যাবে)