একটি বিজ্ঞপ্তি

: একটি বিজ্ঞপ্তি :

সুধী ভক্তমন্ডলী,
এতদ্বারা স্বামী আত্মস্থানন্দ জন্মশতবার্ষিকী কমিটির পক্ষ থেকে সকল নথিভুক্ত প্রতিনিধিদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে,
যে সকল ব্যক্তিগণ পূর্বে ১৫০০/- টাকার বিনিময়ে নাম লিখিয়েছিলেন এবং ১০ই জুলাই ২০২২, নজরুল মঞ্চে অনুপস্থিত থাকার জন্য প্রকাশিত স্মারক গ্রন্থগুলি সংগ্রহ করতে পারেননি তারা যেন উপযুক্ত প্রমাণ (আসল টাকার রসিদ) দেখিয়ে সংগ্রহ করেন নিম্নলিখিত ঠিকানা ও সময়ের মধ্যে । উক্ত গ্রন্থগুলি বিতরণের এরপরে আর কোনো দিন ধার্য হবে না ।

বিনীত,
ডাঃ শ্যামাশিস দাস
সম্পাদক
স্বামী আত্মস্থানন্দ জন্মশতবার্ষিকী কমিটি
কলকাতা
তারিখ: ১লা আগস্ট, ২০২২


সংগ্রহ স্থান: রামকৃষ্ণ মঠ, যোগোদ্যান, কাঁকুড়গাছি
তারিখ: ৬, ৭, ১৩, ১৪, ২০, ২১, ২৭, ২৮ শে আগস্ট ২০২২ ( শনিবার ও রবিবার )
সময়: বিকাল ৪টা থেকে ৬টা


বিঃ দ্রঃ
সকলের অবগতির জন্য জানানো হচ্ছে যে কমিটির কাছে যারা ইতিপূর্বে গ্রন্থগুলি সংগ্রহ করেছেন সে সকল নথি আছে ।
আসল রসিদ ছাড়া কোনওভাবেই বই দেওয়া যাবে না ।
যারা কলকাতার বাইরে আছেন তারা আসল রসিদ ও শংসা পত্র সহ অন্য কাউকে পাঠাতে পারেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *